parbattanews

‘দুর্গম এলাকার স্কুল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করা হবে’

রামগড় বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ারুল মাযহার বলেছেন, অপারেশন উত্তরণের আওতায় চলমান শান্তকরণ কর্মসূচির মাধ্যমে রামগড় জোনের অধীনে দুর্গম প্রত্যন্ত এলাকায় অবস্থিত স্কুল ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন কাজ করা হবে।

এছাড়া অসহায় হতদরিদ্র মানুষের সহায়তা প্রদানও অব্যাহত থাকবে। জোন কমান্ডার আরও বলেন, সুবিধা বঞ্চিত এলাকার প্রাইমারি স্কুলের শিশু শিক্ষার্থীদের বিনোদন ও খেলাধূলার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

রবিবার (১৪ মার্চ) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় বিজিবি জোন সদরে ধর্মীয় প্রতিষ্ঠান ও হতদরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার এ কথা বলেন। তিনি এসব পরিকল্পনা বাস্তবায়নে সংবাদিকদের সহযোগিতার অনুরোধ জানান।

পরে স্থানীয় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা, কন্যা বিবাহ, অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য হিসেবে নগদ আর্থিক অনুদান এবং গৃহ নির্মাণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

এসময় বিজিবির বিভিন্ন পদবীর সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version