দুর্গোৎসবে ২৯ মণ্ডপে খাগড়াছড়ি সেনা রিজিয়ন’র শুভেচ্ছা উপহার

fec-image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি সেনা রিজিয়ন। পূজা উদযাপনকে আরও আনন্দমুখর ও তাৎপর্যমণ্ডিত করে তুলতে রিজিয়নের পক্ষ থেকে ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উদ্যোগ পাহাড়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রিজিয়নের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহায়তা উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দুর্গাপূজা, বাংলাদেশ সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন