ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার

fec-image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন–ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে ততবার সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এদেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না, এদেশের মানুষ শান্তিতে, নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আপনারা এখন সেই অধিকার ফেরত পেয়েছেন। এখন আমরা সবাই রাজা এই দেশেরই রাজত্বে। জনগণই দেশের মালিক এবং এই দেশের মালিকানা ফেরত পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও এদেশের জনগণ একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত। এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াকে। এই নির্বাচন হলো একটা পরীক্ষা, স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এবার আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে। পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের স্বাদ ভোগ করবেন। সেজন্য এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীতে মানুষ ভোটের মাধ্যমে যে সংসদ করবে সেই সংসদে এবার সবচেয়ে বেশি আইন প্রণয়ন হবে এবং সবচেয়ে বেশি সংবিধানের সংশোধন হবে দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য গণতন্ত্র সুসংহত ও দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য।

পথসভায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত করবে যেন আমাদের সনাতন ভাইবোনেরা নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে এবং স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা শুধু ভোটের দিনের জন্য নয়, আজীবনের জন্য বিএনপি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।
কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামাদলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্য সচিব মৌলানা মুফতী আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সাইফুল ইসলাম ছাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুছসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন