নকল এনআইডি বানিয়েও রেহাই পেল না ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি


রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রকি (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। সাজা থেকে বাঁচতে সে নিজের জাতীয় পরিচয়পত্রে নাম-পরিচয়সহ সব তথ্য জাল করেছিল, তবে শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পায়নি।
২৩ অক্টোবর (বুধবার) রাতে কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দীন ও এএসআই রিপন বড়ুয়া নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে রাঙামাটি শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রকি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চারা বটতল এলাকার মো. ইসাহাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রকি ২০১৬ সালে পিকআপ গাড়ি চুরি মামলায় কাপ্তাই থানার আসামি ছিলেন। মামলার তদন্তে তার পরিচয় পাওয়া যায়—নাম রানা প্রকাশ রকি, পিতা মো. ইসাহাক, মাতা মিনু বেগম, সাং হাজিরটেক, ওয়াগ্গা, থানা কাপ্তাই, জেলা রাঙামাটি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রকি ও তার সহযোগী সাইফুল ও মানাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজার খবর জানতে পেরে রকি নিজেকে লুকাতে এনআইডিতে নিজের নাম পরিবর্তন করে ‘জামাল’, পিতার নামের স্থানে ‘খালু জাহাঙ্গীর আলম’, এবং মাতার নামের স্থানে ‘খালা মিনু বেগম’ উল্লেখ করে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

















