পাহাড় ধসে জেলা সদরের সাথে রুমা-থানচি যোগাযোগ বন্ধ

fec-image

বান্দরবানে শুরু হওয়া প্রবল বর্ষণে পাহাড় ধসে রাস্তার উপর পড়ায় রুমা-থানচি সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার ভোররাতে রুমা সড়কের চিম্বুক ৯ মাইল নামক এলাকায় পাহাড় ধসে এই ঘটনা ঘটে। যোগাযোগ বন্ধ থাকায় এই সড়কে চলাচলকারী জনসাধারণ দূর্ভোগে পড়েছে।

এর আগে শনিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় রাস্তার মাটি সরে ও রাস্তার উপর পাহাড়ের মাটি পড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে।

এদিকে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানে ঝুঁকিপূর্ণ স্থানে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরে আসার জন্য মাইকিং করা হয়েছে। এজন্য জেলার বিভিন্ন স্থানে ১২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

সোমবার সকালে রুমা সড়ক সহ ঝুকিপূর্ণ এলাকা পরির্দশনে বের হয়েছেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম। এছাড়াও ঝুকিপূর্ণ এলাকায় ভ্রাম্যমান অভিযান চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন