বাংলাদেশে কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই : প্রধান উপদেষ্টা

fec-image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাইডলাইনে পরিচালিত জেটিও-এর সাংবাদিক মেহেদী হাসানের সাথে এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন এ কথা বলেন।

অভিযোগগুলোকে ভুল তথ্য হিসেবে উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, ‘ভারতের বর্তমানে অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ গত বছরের (২০২৪) জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হন। ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন স্বৈরশাসক শেখ হাসিনা।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেয়ার সিদ্ধান্ত সম্পর্কে ড. ইউনূস বলেন, ‘আমি অবাক হয়েছিলাম।’

তিনি সাক্ষাৎকারে জানান, তিনি প্রথমে দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। তবে জনগণের আবেগ ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত তা মেনে নেন।

ওই সময় তিনি আবেগপ্রবণ বিক্ষোভকারীদের বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এ সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সঙ্কট এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধকরণসহ নানা বিষয় উঠে আসে।

সূত্র : বাসস

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন