parbattanews

বান্দরবানে আওয়ামী লীগ নেতা মং শৈ থুই কার্বারী অপহৃত

Bandarban pic-4.2.2017 (1)

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান সদর উপজেলার বাঘমারা ভিতর পাড়ায় কার্বারী ও আওয়ামী লীগ নেতা মংশৈথুই মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন ৭নং ওয়ার্ড দৌছড়ি থেকে পাড়া প্রধান কার্বারী ও ৭নং ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক মংশৈথুই মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসী।

খবর পেয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল এলাকা গুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় পুলিশ বাঘমারা থেকে থোয়াইচিংউ মারমা ও ইউপি সদস্য ক্যনুপ্রু মারমাকে আটক করেছে।

অপহৃত মংশৈথুই মারমার বোন মাচথুই মারমা জানান, আঞ্চলিক রাজনৈতিক জেএসএস নেতা বাথোয়াই মারমা মং শুক্রবার রাত নয়টার দিকে ভিতরের পার্টি (জেএসএস অস্ত্রধারী সদস্য) ডেকেছে বলে আমার ভাইকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ হন আমার ভাই।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, বাঘমারা থেকে একজন কার্বারীকে অপহরণ করা হয়েছে। অপহৃতকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। দু-জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

২০১৬সালের ১৩ জুন রাতে জেলার সদর উপজেলার জামছড়ি এলাকা থেকে অপহৃত হন সদর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক মং পু মার্মা। এ ঘটনায় জেএসএসকে দায়ী করে ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন অপহৃতের স্বজনরা।

Exit mobile version