parbattanews

বান্দরবান সদরে ৩২ এবং উপজেলায় ২১ জন জিপিএ

বান্দরবানে এবারের এসএসসি ফলাফলে শীর্ষ প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল করেছে। জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে বান্দরবান ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ১৮জন। পাশের হার শতকরা ৯৪.৫৩%।

রবিবার ঘোষিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, জেলায় জিপিএ-৫এ দ্বিতীয় অবস্থানে রয়েছে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে এবার জিপিএ ৫ পেয়েছে ৮ জন। পরীক্ষায় অংশ নেয় ২০২ জন।

এদিকে সদরের বাইরে লামা উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ১০জন। এরমধ্যে কোয়ান্টাম থেকে ৫ জন, চাম্বি স্কুল থেকে ৩ জন, লামা বালিকা বিদ্যালয় থেকে ১জন, গজালিয়া স্কুল থেকে ১ জন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে পেয়েছে ১০ জন। এর মধ্যে বাইশারী স্কুল থেকে ২ জন, গর্জনিয়া আমির মাহমুদ স্কুল থেকে ৬জন, ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ‌্যালয় থেকে ২ জন এবং আলিকদম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন।

উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বান্দরবান জেলা থেকে ৪২৭৪ জন পরিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১৩২ জন। মোট জিপিএ- ৫ পেয়েছে ৫৩ জন। এর মধ্যে সদরে ৩২ জন এবং অন্যান্য উপজেলায় ২১ জন। জেলার পাশের হার ৭৩.২৮%।

Exit mobile version