বান্দরবান সদরে ৩২ এবং উপজেলায় ২১ জন জিপিএ

fec-image

বান্দরবানে এবারের এসএসসি ফলাফলে শীর্ষ প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল করেছে। জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে বান্দরবান ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ১৮জন। পাশের হার শতকরা ৯৪.৫৩%।

রবিবার ঘোষিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, জেলায় জিপিএ-৫এ দ্বিতীয় অবস্থানে রয়েছে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে এবার জিপিএ ৫ পেয়েছে ৮ জন। পরীক্ষায় অংশ নেয় ২০২ জন।

এদিকে সদরের বাইরে লামা উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ১০জন। এরমধ্যে কোয়ান্টাম থেকে ৫ জন, চাম্বি স্কুল থেকে ৩ জন, লামা বালিকা বিদ্যালয় থেকে ১জন, গজালিয়া স্কুল থেকে ১ জন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে পেয়েছে ১০ জন। এর মধ্যে বাইশারী স্কুল থেকে ২ জন, গর্জনিয়া আমির মাহমুদ স্কুল থেকে ৬জন, ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ‌্যালয় থেকে ২ জন এবং আলিকদম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন।

উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বান্দরবান জেলা থেকে ৪২৭৪ জন পরিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১৩২ জন। মোট জিপিএ- ৫ পেয়েছে ৫৩ জন। এর মধ্যে সদরে ৩২ জন এবং অন্যান্য উপজেলায় ২১ জন। জেলার পাশের হার ৭৩.২৮%।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জিপিএ, বান্দরবান, সদরে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন