উখিয়া ও টেকনাফে জিপিএ-৫পেয়েছে ৬৪ জন

fec-image

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে জিপিএ-৫ পেয়েছেন ৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উখিয়া উপজেলায় ৫২ জন। বাকী ১২ জন টেকনাফ উপজেলার।

উখিয়া উপজেলার শীর্ষ স্থান দখল করেছেন আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়। টেকনাফে বিজিবি পরিচালনাধীন বর্ডার গার্ড পাবলিক স্কুল।

উখিয়ার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল সমূহ আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৫.২১% জিপিএ -৫পেয়েছে ১২ জন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৪.১০% জিপিএ -৫পেয়েছে ১৬ জন, পালংখালী উচ্চ বিদ্যালয় পাশের হার ৬৯.৮২% জিপিএ -৫পেয়েছে ২ জন, সোনার পাড়া উচ্চ বিদ্যালয় পাশের হার ৮০.১২% জিপিএ -৫পেয়েছে ২ জন, কুতুপালং উচ্চ বিদ্যালয় পাশের হার ৮১.৬১ জিপিএ-৫ নেই।

উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পাশের হার ৬৪.৭৭% জিপিএ-৫নেই, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পাশের হার ৭০.১১% জিপিএ -৫পেয়েছে ৬ জন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৪.৯৪ জিপিএ -৫পেয়েছে ৫ জন, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় পাশের হার ৬১.২১ জিপিএ -৫ একজনও নাই।

ভালুকিয়া উচ্চ বিদ্যালয় পাশের হার ৭৩ ৩৩ জিপিএ -৫পেয়েছে ৭ জন, মুক্তি যোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৩.০৫ জিপিএ -৫ নাই, থাইংখালী উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৫.৭১% জিপিএ -৫পেয়েছে ২ জন ও জালিয়া পালং উচ্চ বিদ্যালয় ৭২. ৫২% জিপিএ-৫ নাই।

অপর দিকে টেকনাফ উপজেলায় ১৫ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছেন । টেকনাফ উপজেলার ফলাফল সমূহ টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়- ৭৪.৩৮% জিপিএ -৫পেয়েছে ১জন, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়- ৮৪.৪২%জিপিএ -৫পেয়েছে ৩ জন, সাবরাং উচ্চ বিদ্যালয়- ৯১.০০% জিপিএ -৫পেয়েছে ১জন,
নবী হোসাইন উচ্চ বিদ্যালয় – ৮৯.০৯%, হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় ৮৫.০৭%, শাপলাপুর উচ্চ বিদ্যালয়- ৮৪.৭৮% জিপিএ -৫পেয়েছে ৩ জন, নয়াবাজার উচ্চ বিদ্যালয়- ৭২.২৭%, আলী আছিয়া উচ্চ বিদ্যালয়- ৭২.৪১%,হ্নীলা উচ্চ বিদ্যালয়- ৮০.৮৯% জিপিএ -৫পেয়েছে ৩ জন,

হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় – ৮৮.৮৯%, টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল- ৯৬.৯৭%, কানঞ্জর পাড়া উচ্চ বিদ্যালয় – ৯২.০৫%, মারিশবনিয়া উচ্চ বিদ্যালয় ৯১.৬৭%, মলকাবানু উচ্চ বিদ্যালয় – ৮৪.৭১%, সেন্টমার্টিন উচ্চ বিদ্যালয়- ৭০.৭৭%  জিপিএ -৫ পেয়েছে ১ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, এসএসসি, জিপিএ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন