মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় দুই জন জিপিএ-৫ সহ পাশের হার ৯৬.২৯%

fec-image

মাটিরাঙ্গার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫১৭ জন সিক্ষার্থীর মধ্যে যখন জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন শিক্ষার্থী তখন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুইজন শিক্ষার্থী। উপজেলা সদরের এ দ্বীনি প্রতিষ্ঠানটির পাশের হার ৯৬.২৯%।

২০২০ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মা-বাবাসহ প্রতিষ্ঠানকে আলোকিত করেছে সানজিদা ইয়াসমিন মুনা এবং ইসরাত জাহান। সানজিদা ইয়াসমিন মুনা মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার সহকারি শিক্ষিকা রফেজা বেগমের মেয়ে।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজি সলিম উল্ল্যাহ বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে আমাদের শিক্ষকরা যেভাবে নিরলস পরিশ্রম করেছে এ ফলাফল তারই অর্জন। শিক্ষাদানের ক্ষেত্রে তাদের আগ্রহের কমতি ছিল না।

এ বছর আমরা আরো ভালো ফলাফল আশা করছিলেন উল্লেখ করে তিনি বলেন, বেশ ক’জন শিক্ষার্থী জিপিএ-৫ এর কাছাকাছি পয়েন্ট পেয়েছে। আগামীতে আরো ভাল ফলাফল আশা করেন তিনি।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন জিপিএ-৫ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের উন্নত পাঠদানে শিক্ষকরা সবসময় সচেতন।

শিক্ষার্থীদের মাদরাসায় শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে আমরা সচেতন ছিরাম বলেই এমন ফলাফল হয়েছে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানে আরো ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানসম্পন্ন শিক্ষার্থী গড়ে উঠবে বলে আশা করেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এসএসসি, জিপিএ, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন