পুন: নিরীক্ষণে জিপিএ-৫ পেলো পানছড়ির শাওন

fec-image

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এবারের এসএসসি’র ফলাফল পুন: নিরীক্ষনে জিপিএ-৫ পেয়ে মুখে হাসি ফুটেছে শাওনের।

পানছড়ি ইউপির নিকাহ রেজিষ্টার মো. রবিউল ইসলাম ও কুলসুম আক্তারের মেয়ে সানজিদা সুলতানা শাওন। তার ফলাফলে মা-বাবাও দারুণ খুশী। শাওন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল। তার রোল ৫৪৯৭৪৭ ও রেজি: নং- ২০১৪৭৬৭০৯০।

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, শাওন ছিল বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ে বরাবরই সে ভালো রেজাল্ট করতো। জিপিএ-৫ ছিল নায্য পাওনা। তার পূর্বের পয়েন্ট ছিল জিপিএ ৪.৮৯। ২৮ আগষ্টের পুন: নিরীক্ষনের ফলাফলে সে জিপিএ-৫ পেয়েছে তাই আমি ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ খুব খুশী।

এমন রেজাল্টে মা-বাবা ও শিক্ষকদের মুখে হাসি ফুটাতে পেরে খুব আনন্দিত বলে জানালেন শাওন । ভবিষ্যতেও ভালো রেজাল্ট করবে বলে সে আশাবাদী।

পানছড়িতে এবারের এসএসসিতে ৯৫৩ জন অংশ নিয়ে পাশ করেছে ৫২৮ জন। এর মাঝে জেনারেল শাখায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২ ও পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে ১ জন সহ মোট ৩ জন জিপিএ-৫ অর্জন করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এসএসসি, জিপিএ-৫, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন