বিদ্রোহীদের সাক্ষাতকার নেয়ায় মিয়ানমারে সম্পাদকের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা

fec-image

সংঘাত কবলিত রাখাইন রাজ্যে সক্রিয় একটি বিদ্রোহী গ্রুপের সাক্ষাতকার গ্রহণ করার দায়ে মিয়ানমারে এক সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা আশঙ্কা তৈরি হয়েছে। এক সপ্তাহ আগে ওই বিদ্রোহী গ্রুপটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় সরকার।

মান্দালে-ভিত্তিক ভয়েস অব মিয়ানমার-এর সম্পাদক নাই মিও লিন তার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে অংশ নিতে গত মঙ্গলবার আদালতে হাজির হন। তার পত্রিকায় ২৭ সেপ্টেম্বর আরাকান আর্মির (এএ) একজন শীর্ষস্থানীয় নেতার সাক্ষাতকার ছাপা হয়।

মিয়ানমার সেনাবাহিনী ও এএ’র মধ্যে সংঘাতে দেশের পশ্চিমাঞ্চল বারুদের বাক্স হয়ে আছে। জাতিগত রাখাইনদের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে এএ লড়ছে।

দুই পক্ষের লড়াইয়ে গত বছর জানুয়ারি থেকে বহু বেসামরিক লোক নিহত, শত শত আহত এবং প্রায় দেড় লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে।

২৩ মার্চ সরকার এএ-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। তারপর নাই মিও লিনের রিপোর্টটি প্রকাশিত হয়।

মান্দালে আদালতে হাজিরা দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি অভিযোগ আনা হয়েছে। মিয়ানমারের গোয়েন্দা বিভাগের দায়ের করা এই মামলায় সন্ত্রাসী গ্রুপকে ভীতি ছড়ানো, সমবেত হওয়া বা লুকিয়ে থাকতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য বিরক্তিকর।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমারে, সন্ত্রাসের মামলা, সম্পাদকের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন