বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ বিএনপি মহাসচিবের

fec-image

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতেই ফ্যাসিস্টদের দোসররা নানা ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা দেশকে অস্থিতিশীল করতে এখনও তৎপর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এবং আজকের বিমানবন্দরের ঘটনায় জনগণ পূর্বপরিকল্পনার আভাস দেখছে। এসব ঘটনা একটি সূত্রে গাঁথা বলে সাধারণ মানুষ মনে করে।”

২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনের যে গণঅভ্যুত্থান ঘটেছে, তা ব্যর্থ করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, “কার্গো ভিলেজে আগুন লাগার কারণ দ্রুত উদঘাটন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” এ সময় তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন