নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ

ভারতীয়দের জন্য পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ

fec-image

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ। বুধবার থেকেই তা বন্ধ হয়ে গিয়েছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে কোলকাতার আনন্দবাজার অনলাইন।

খবরে বলা হয়েছে, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখে ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস দুয়েকে বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই।

দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া আগেই বন্ধ করে দেওয়া হয়। শুধু কোলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তা-ও বন্ধ করে দেওয়া হল। ফলে গোটা ভারতে কোথাও আর বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা আপাতত পাওয়া যাবে না।

কোলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস এ বিষয়ে মুখ খুলতে চায়নি। ভিসা দেওয়া বন্ধ করার বিষয়ে তাদের তরফ থেকে কোনও বিবৃতিও প্রকাশ করা হয়নি।

তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা (কর্মসূত্রে বাংলাদেশে যাওয়ার জন্য), বিজ়নেস ভিসা (ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাওয়ার জন্য) দেওয়া এখনও চালু আছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা দেওয়া হবে। কারণ, এই ধরনের ভিসা বহুস্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়। তাই ক’জন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন বা থাকছেন, সে সব তথ্য সে দেশের কর্তৃপক্ষের কাছে বিশদে থাকে। ফলে তাঁদের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সুনিশ্চিত রাখা অপেক্ষাকৃত সহজ হয়। পর্যটকদের ক্ষেত্রে তা অতটা সহজ হয় না। অর্থাৎ, কাজের জন্য ভারতীয়রা বাংলাদেশে যাওয়ার ভিসা পেতে পারেন। বেড়ানোর জন্য নয়। তবে ‘বিশেষ বিশেষ’ ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য (অর্থাৎ, যাঁরা কর্মোপলক্ষে বাংলাদেশে যাচ্ছেন না) ভিসা দেওয়া হতে পারে। তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাস কর্তৃপক্ষের বিবেচনার উপর।

মূলত নিরাপত্তা সংক্রান্ত কারণেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে লাগাতার অশান্তি চলছে বলে আনন্দবাজারের খবরে বলা হয়।

প্রতিবেদনে দাবি করা হয়, ‘নানা শিবির ভারতবিরোধী ভাষ্য তুঙ্গে তোলার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সাধারণ ভারতীয় পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তার মধ্যে বাংলাদেশে নির্বাচনও আসন্ন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক পরিস্থিতি আরও তপ্ত হওয়ার সম্ভাবনা। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতীয়দের পর্যটন ভিসা না-দেওয়ার সিদ্ধান্ত, যাকে ‘আপাতত’ বলেই কূটনৈতিক সূত্রে ব্যাখ্যা করা হচ্ছে। তবে নির্বাচনপর্ব সমাপ্ত হবার পর ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ওই প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনা কার্যত নেই।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন