মহালছড়িতে ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান 

fec-image

চিকিৎসা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। বৈশ্বিক করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়ন বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় বুধবার (২৮ জুলাই ) দুপুর ১২টা পর্যন্ত মহালছড়ি জোন এবং ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স যৌথভাবে পঙ্খিমুড়া এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এর মাধ্যমে অত্র অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে শতাধিক পাহাড়ি ও বাঙালিকে চিকিৎসা সহায়তা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয় ৷

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এর সময় দুর্গম এলাকায় সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানায়। সরকার কর্তৃক আরোপিত কঠোর লকডাউন চলাকালীন সময়ে করোনা বিধি-নিষেধ সঠিকভাবে মেনে চলার লক্ষ্যে সেনাসদস্যরা দেশব্যাপী যেমন টহল পরিচালনা করছে তেমনি দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ ৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন