মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধারসহ আটক-১


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এই সময় একজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা সেনা জোনের অন্তর্গত ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি বিশেষ দল মাটিরাঙ্গা আরপি গেইট চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-১৪-২০৩৮) নামের একটি যাত্রীবাহী বাস থেকে ৫ ক্যারেট (মোট ১০০ প্যাকেট) দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানে সুমন দাশ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালি এলাকার সন্তোষ দাশের ছেলে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০,০০০ টাকা।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম জানান, উদ্ধারকৃত চোলাই মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, “এই অভিযান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের প্রতিফলন, যা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

















