মাটিরাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন


মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্বাধীনতা সোপানে পুষ্পমাল্য প্রদানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের সূচনা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে নির্মিত স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনি প্রদান করে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান, উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা এবং মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দদের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
একই সময়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ, মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা প্রেস ক্লাব, মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালী সহকারে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সরকারি কর্মচারী ক্লাব, দুর্নীতি দমন কমিশন, জেএসএস পার্বত্য চট্রগ্রাম, ইউপিডিএফ (গণতান্ত্রিক), প্রাথমিক শিক্ষক সমিতি, হিউমান রাইটস রিভিউ সোসাইটি, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য স্বাধীনতা সোপান সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
একই দিনে সকাল ৮টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্বাধিনতা সোপানে পুষ্পমাল্য অর্পণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।
সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাহিদ উদ্দিন সালাম গ্রহণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
সকাল ১০টায় মাটিরাঙ্গা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে তিন দিনব্যাপী উপজেলা ডিজিটাল সেন্টারে বিজয় মেলা উদ্বোধন করো হয়।
প্রসঙ্গত পরাধীনতার শৃঙ্খল থেকে জাতি মুক্তি লাভ করেছিল মহান বিজয়ের এই দিনে। বাঙ্গালি জাতির জন্য এক স্মৃতিবিজড়িত দিন ১৬ ডিসেম্বর। এদিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের।

















