মাটিরাঙ্গায় ৪টি ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন


ছাড়পত্র না থাকা ও উচ্চ আদালতের নির্দেশ অমান্য তরে ইট প্রস্তুত করায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার ৪টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইটভাটাকে বন্ধ করে দেয় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বধীন ভ্রাম্যমান আাদাত।
ভাটা গুলোচ্ছে মাটিরাঙ্গা পৌর ১০ নম্বর ইসলামপুরের মেসার্স ABM ইটভাটা, রমিজ কেরানি পাড়ার MRB, নতুন পাড়ার A-77, ও ওয়াছু এলাকার A-55 ইটভাটাকে বন্ধ ঘোষণা করে গুড়িয়ে দেয়া মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বধীন ভ্রাম্যমান আাদাত।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও উচ্চ আদলতের নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে ভাটার মালিকরা ইট প্রস্তুত করায় ইটভাটাগুলোকে গুড়িয়ে দেয়া হয়। পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
















