মানিকছড়িতে ত্রাণসহায়তা অব্যাহত: ভ্রাম্যমান আদালতে জরিমানা

fec-image

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশার আলোকে ও সচেতনতার লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় খেঁটে খাওয়া মানুষ যখন গৃহবন্দী হয়ে পড়েছে ঠিক তখই এসব অসচ্ছল খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিনের ন্যায় আজও উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত ছিল।

বৃহস্পতিবার(২ এপ্রিল) সকালে উপজেলার তিনটহরী ইউনিয়নের অন্তর্গত বড়ডলু ও বড়ইতলী এলাকার গৃহবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেইন ফয়সাল মাহমুদ শুভ, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনটহরী ও মানিকছড়ি বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ।

এসময় তিনি তিনটহরী ও মানিকছড়ি বাজারের বিভিন্ন ব্যাবসীদের সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩হাজার টাকা জরিমানা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, ভ্রাম্যমান আদালত, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন