মিস ইউনিভার্স হলেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ


সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স এর ৭৪তম আসরে মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ।
শুক্রবার ( ২১ নভেম্বর ) প্রকাশিত সিএনএনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২৫ বছর বয়সী ফাতিমার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত আসরের চ্যাম্পিয়ন, ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ। রানারআপ হয়েছেন স্বাগতিক দেশ থাইল্যান্ডের প্রভিনার সিং। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবসালি, ফিলিপাইনের আহতিসা মানালো ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসি।
বিশ্বের অন্যতম জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’কে বলা হয় ‘বিউটি পেজেন্টের সুপার বোল’। প্রতিবছর বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্থানীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে অংশ নেন।
এবারের প্রতিযোগিতার আয়োজক ছিল থাইল্যান্ড। তিন সপ্তাহব্যাপী আয়োজনে অংশ নেওয়া প্রতিনিধিরা বিভিন্ন এলাকায় ঘুরে মহড়া ও নানা অনুষ্ঠানে অংশ নেন। এবারের আসরে ১২০টি দেশের প্রতিযোগী অংশ নেন।
















