মুমু‘কে খাগড়াছড়ি পার্বত্যনিউজ পরিবার ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের অভিনন্দন

পার্বত্যনিউজ রিপোর্ট :
পার্বত্যনিউজের রাঙ্গামাটি স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড (সম্মাননা) লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছে পার্বত্যনিউজের খাগড়াছড়ি পরিবার ও মাটিরাঙ্গা প্রেস ক্লাব ।
পার্বত্যনিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মুজিবুর রহমান ভুইয়া, খাগড়াছড়ির নিজস্ব প্রতিনিধি এম সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার মো: মোবারক হোসেন, পানছড়ি প্রতিনিধি শাহজাহান কবীর সাজু, মানিকছড়ি প্রতিনিধি ইমরান হোসেন এক অভিনন্দন বার্তায় তার এ প্রাপ্তি মফস্বলের সাংবাদিকদের আরো একধাপ এগিয়ে দিয়েছে উল্লেখ করে তারা বলেন, মুমু‘র এ প্রাপ্তি অন্যদেরকেও পেশাগত কাজে আরো মনোযোগী ও উৎসাহী করে তুলবে। পাহাড়ের সাংবাদিকতাকে অনেক বেশী সম্বৃদ্ধ করে তুলবে মুমু‘র এ অর্জন। ফাতেমা জান্নাত মুমু‘র মতো একজন নারী সাংবাদিকের এ সাফল্য অন্যদেরকে ভালো রিপোর্টিংয়ের জন্য অনুপ্রানিত করবে। তারা মুমু‘র সাফল্য কামনা করেন।
অন্যদিকে অপর এক অভিনন্দন বার্তায় কৃষি বিষয়ক রিপোর্টের জন্য বিশেষ অ্যাওয়ার্ড (সম্মাননা) লাভ করায় পার্বত্যনিউজের রাঙ্গামাটি স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু-কে অভিনন্দন জানিয়েছে মাটিরাঙ্গা প্রেস ক্লাব। অভিভন্দন বার্তায় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, সহসভাপতি মো: জসিম উদ্দিন জয়নাল, যুগ্মসম্পাদক সাগর চক্রবর্তী কমল ও অর্থ সম্পাদক অন্তর মাহমুদ বলেন, তার এ প্রাপ্তি পাহাড়ের সাংবাদিকদের কাছে অনুকরনীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও নতুন ধারা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৬৪ জেলাসহ দেশের এক‘শ সাংবাদিকদের কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য এই অ্যাওয়ার্ড (সম্মাননা) প্রদান করা হয়।


















