রাঙামাটিতে দীপেন দেওয়ানের স্থাবর-অস্থাবর সম্পদ ও আয়ের উৎস

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান নির্বাচন করছেন। আইন পেশায় তাঁর বছরে আয় সাড়ে তিন লাখ টাকা। স্থাবর-অস্থাবর যেসব সম্পদ আছে তার বর্তমান বাজারমূল্য ২ কোটি ১৪ লাখ ৪৯ হাজার টাকারও বেশি। রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

৬৩ বছর বয়সী দীপেন দেওয়ানের জন্ম পার্বত্য জেলা রাঙামাটিতে। তাঁর বাবা সুবিমল দেওয়ান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীসভার প্রতিমন্ত্রী মর্যাদায় উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন। বিএনপির প্রার্থী হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর শিক্ষাগত যোগ্যতা এলএল-বি (অনার্স) এল.এল.এম। বর্তমান পেশা আইনজীবি, সাবেক পেশা যুগ্ম জেলা জজ। তাঁর স্ত্রী মৈত্রি চাকমা পেশায় ব্যবসায়ী, সাবেক পেশা শিক্ষকতা। তাঁর স্ত্রীর নামের ৫০ ভরি সোনাসহযে অস্থাবর সম্পদ আছে তার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ ২৪ হাজারও টাকার বেশি। বর্তমান তাঁর স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি নেই।

আয়ের উৎস:
হলফনামা অনুযায়ী বিএনপির প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের আয়ের একমাত্র উৎস আইন পেশা। আইন পেশা থেকে তিনি বছরে তিন লাখ ৫০ হাজার আয় করেন। এছাড়া স্থাবর সম্পত্তি থেকে তিনি বাড়ি ভাড়া পান বছরে ৯০ হাজার টাকা। তাঁর শেয়ার/ব্যাংক আমানত খাতে বার্ষিক আয় দেখানো হয়েছে ১ হাজার ১৪৯ টাকা। তবে এ খাতে নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ১৬২ টাকা। নির্ভরশীলদের ব্যবসা খাতে বার্ষিক আয় দেখানো হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।

অস্থাবর সম্পদ:
অস্থাবর সম্পদের মধ্যে দীপেন দেওয়ানের ১ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ১৩৫ টাকা নগদ এবং ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ২০ হাজার ৬৩ টাকা জমা এবং ১৮ লাখ টাকার সঞ্চয়পত্র থাকার কথা হলফনামায় উল্লেখ করা হয়েছে। এছাড়া তারঁ নামে রয়েছে ২০ ভরি সোনা রয়েছে। অধিগ্রহণকালে সোনার মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা। অধিগ্রহণকালে তাঁর নামে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যর ইলেকট্রনিক সামগ্রী, ১ লাখ টাকা মূল্যর আসবাবপত্র রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের অর্জনকারী মোট মূল্য ১ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ১৯৮টাকা। তিনি এসবের বর্তমান মূল্য দেখিয়েছেন ২ কোটি ১৪ লাখ, ৪৯ হাজার, ১৩৫ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তাঁর স্ত্রীর নামে ৯৮ লাখ ২৪ হাজার ৮০২ টাকা নগদ, আর্থিক প্রতিষ্ঠানে জমা ৪ লাখ ৮১ হাজার ১৪৯ টাকা জমা, ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র, ৫০ ভরি সোনা যা অধিগ্রহণকালে মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, পরিবহন খাতের মূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা, ১ লাখ টাকা মূল্যর ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকা মূল্যর আসবাবপত্র সামগ্রী রয়েছে। সব মিলিয়ে তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদের অর্জনকারী মোট মূল্য ১ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ৯৫১ টাকা। তাঁর স্ত্রীর এসবের বর্তমান মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২৪ হাজার ৮০২ টাকা।

স্থাবর সম্পদ
দীপেন দেওয়ানের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষি জমি ২৬ শতক, অর্জনকারী মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। একটি ৪ তলা দালান, টিন শেড একটি ঘর অধিগ্রহনকালে আর্থিক মূল্য ৫০ লাখ টাকা। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ৫৬ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে এসব সম্পদের আনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গৃহ নির্মাণ ঋণ বকেয়া রয়েছে ২ লাখ ৭১ হাজার, ৩৩৩টাকা।

মামলার বিবরণ:
দীপেন দেওয়ানের বিরুদ্ধে ২টি ফৌজদারী মামলার তথ্য হলফনামায় উল্লেখ রয়েছে। এর মধ্যে ২টি মামলাই রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়েছে। এরমধ্যে ২০১৮ সালে একটি এবং ২০২০ সালে একটিসহ তাঁর বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছিলো। মামলাগুলো চলমান, নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

আয়কর:
হলফনামায় দীপেন দেওয়ান উল্লেখ করেছেন তিনি চলতি বছরে ৪ লাখ ৪১ হাজার টাকা আয় করে ১১৬ টাকা কর পরিশোধ করেছেন। দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী বিএনপির এ প্রার্থী ২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৫৮৭ টাকার সম্পদের হিসাব দিয়েছেন। তাঁর স্ত্রী চলতি বছরে ৬ লাখ ৮৫ হাজার ১৬২ টাকা আয় করে ৫৭ হাজার ১৩২ টাকা কর পরিশোধ করেছেন। দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী তাঁর স্ত্রীর নামে ২ কোটি ৩০ লাখ ১৫ হাজার ৯৫১ টাকার সম্পদের হিসাব দিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন