রাঙামাটিতে পহেল চাকমার প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে তার সমর্থকদের একটি পক্ষ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) এমন অভিযোগ করেন তিনি।
পহেল চাকমা বলেন, তাঁর আপন ভাই পিতম চাকমাকে তার পক্ষে নির্বাচনী প্রচারণা না চালানোর জন্য বলা হয়েছে। তবে তাঁকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানান তিনি । কে বা কারা নির্বাচনী প্রচারণা কাজে বাধা দিচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন সংগঠন বা ব্যক্তির নাম দিতে পারেননি তিনি।
রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাসমা আশরাফীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিভাগীয় কমিশনারের সাথে মিটিংয়ে যুক্ত আছেন বলে জানান।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

















