রাঙামাটিতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

fec-image

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের আওতাধীন জীবতলী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এবং মগবান ইউনিয়নের পানছড়িপাড়া এলাকায় শীত মৌসুম উপলক্ষে ৩৭টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, মাননীয় সেনাপ্রধানের নির্দেশে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সুবিধাবঞ্চিত জনসাধারণের পাশে তারা থাকবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, শীতবস্ত্র, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন