রাঙামাটির দুর্গম এলাকায় বসবাসরতরা অনলাইনে পাবেন উত্তরাধীকার সনদ

fec-image

অনলাইন উত্তরাধীকার সনদ প্রদান সংক্রান্ত কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে এ ব্রিফিং করা হয়।

সভায় বলা হয়- জমির মালিকানা পরিবর্তনসহ নানাবিধ কার্যক্রমে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত উত্তরাধীকার সনদের প্রয়োজন হয়। এ সনদের জন্য দুর্গম এলাকা থেকে এসে আবেদন করতে হয়। এছাড়াও সম্পূর্ণ কাজটি সম্পাদানে আরও কয়েকবার জেলা ও উপজেলা সদরে উপস্থিত হতে হয়। জেলা প্রশাসন দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর কথা ভেবে সেবাটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেবাটিকে অনলাইনে রুপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, এসএম ফেরদৌস ইসলাম, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন