parbattanews

রাজস্থলীতে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় রাঙামাটির রাজস্থলী উপজেলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের (জয় সেট সেন্টার) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া বলেন, প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে ৪৯১টি উপজেলা এবং ৬৪টি জেলায় সর্বমোট ৫ ৫৫টি জয় সেট সেন্টার স্থাপিত হবে। এই জয় সেট সেন্টারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে বেকার যুবকদের প্রশিক্ষণসহ আইসিটিতে দক্ষ হিসাবে গড়ে তোলা হবে।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, জেলা সহকারী কমিশনার জেলা প্রশাসক কার্যলয় শামীম হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কর্মকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version