parbattanews

রাজস্থলীতে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন

বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য রাঙামাটি জেলা রাজস্থলীতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে। উপজেলার দুর্গম এলাকার গির্জাগুলোকে নানা সাজে সাজানো হয়েছে। চলছে বড়দিনের প্রার্থনা, কীর্তন, কেক কাটা, ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় উপজেলার বড় কুইক্যাছড়ি পাড়ার ক্যাথলিক গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উৎসব শুরু হয়।

এছাড়া নাড়াইছড়ি, কিস্ত পাড়া ত্রিপুরা সম্প্রদায়ের গির্জাগুলোতে প্রার্থনা, যীশু খ্রিস্টের কীর্তনসহ নানা আয়োজন করা হয়।

রাজস্থলীর ত্রিপুরা, খিয়াং সহ বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বড়দিন উৎসব পালন করছে।

বড় কুইক্যাছড়ি পাড়ার ক্যথলিক গির্জার ফাদার পাইথুঅং খিয়াং বলেন, প্রতিবছর আমরা বড় দিনে উৎসব পালন করি। সকল সম্প্রদায়কে দাওয়াত দিয়ে দিনটি উদযাপন করি। সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করি। গির্জা গুলোতে খ্রিস্টান সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখাসহ বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন।

Exit mobile version