parbattanews

রাজস্থলীতে নির্মাণাধীন সীমান্ত সড়কে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, আহত ৩

রাঙামাটির রাজস্থলী উপজেলায় নির্মানাধীন সীমান্ত সড়কে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৩ জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শ্রমিকের নাম শাকিল। তিনি চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ব্রীজঘাটা এলাকার মনসফ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে নির্মানাধীন সীমান্ত সড়কের সাইজল ক্যাম্প এলাকায় একটি বালির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আহত শাকিলকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক । গুরুতর আহত মাইনুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজস্থলী থানা পুলিশ জানায়, তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। তবে পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হযেছে বলে জানান রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার।

Exit mobile version