parbattanews

রাজস্থলীতে সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাঙামাটি রাজস্থলীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে রাজস্থলীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীর পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

এসময় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, সহ-সভাপতি চাথোয়াইমং মারমা, সাংবাদিক আইযুব চৌধুরী, হাবীবুল্লাহ মেজবা, নুশরাত জাহান নিশু, মিন্টু কান্তি নাথ, উচাপ্রূ মারমা, সুমন, নুরুল আলম সওদাগর, আবদুল হান্নান, সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাশ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এখন সময়ের দাবি। সরকার যদি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার উদ্যোগ গ্রহণ না করে তাহলে দুর্নীতিবাজদের সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের বলি হতে হবে গণমাধ্যম কর্মীদের। অবিলম্বে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার আহবান জানানো হয়।

Exit mobile version