parbattanews

রাজস্থলীতে ২০ লাখ টাকার সেগুন, গোলকাঠ ও রদ্দা জব্দ

রাঙামাটি রাজস্থলীতে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন, গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে পাচারকাজে জড়িত তিনটি পিকআপ।

গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাত ১২টায় উপজেলার বাঙালহালিয়ায় নাইক্যছড়া যৌথ অভিযানে এসব কাঠ জব্দ করে কাপ্তাই সেনা জোন অটল ৫৬ বেঙ্গলের বাঙালহালিয়া ক্যাম্প ও বনবিভাগ।

বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের দায়িত্ব ষ্টেশন অফিসার মনির হোসেন। তিনি বলেন, কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিন বাঙালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. হাফিজ আল ফায়ছালের নেতৃত্বে বুধবার রাত ১২ টায় এ অভিযান চালানো হয়। এসময় রাতের আঁধারে পাচারের সময় তিনটি পিকআপ ভর্তি বিপুল পরিমাণ অবৈধ সেগুন, গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

Exit mobile version