রাজস্থলী ভূমি সমস্যা নিরসনে হেডম্যান কার্বারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

20150630_114413 copy

রাজস্থলী প্রতিনিধি:
জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারী সংস্থা আশিকা ও নওজোয়ান প্রকল্পের উদ্যোগে ১নং ঘিলাছড়ি ইউনিয়নের দীপময় তালুকদারের কার্যালয়ে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম ভুমি সমস্যা নিরসনে সুধী সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা।

বিশেষ অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা এমপি প্রতিনিধি পুলুখই মারমা ও সুভাষ চন্দ্র বাচ্চুমনি, সাধারণ সম্পাদক জেএসএস সুশান্ত প্রশাদ তঞ্চঙ্গ্যা। সভায় উপস্থাপন করেন হৃদয় কান্তি তঞ্চঙ্গ্যা সহকারী প্রজেক্ট অফিসার, কাপ্তাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রুপান্ত চাকমা প্রোগ্রাম অফিসার।সহযোগী ও ব্যবস্থাপনায় ছিলেন, অনুপম খিয়াং, সহকারী প্রোগ্রাম অফিসার, রাজস্থলী, একাউন্ট অফিসার মধু পুরোহিত, কাপ্তাই রাজস্থলী। কর্মশালায় বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী, মেম্বার, চেয়ারম্যান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে অন্যান্য এলাকার মত সরকার প্রবর্তিত শাসন কাঠামোর পাশাপাশি প্রথাগত শাসন কাঠামো বিরাজিত যা (সার্কেল চীফ) হেডম্যান ও কার্বারী দ্বারা পরিচালিত হয়ে আসছে। তদুপরি পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে প্রশাসনিক কাজের সুবিধার্থে পার্বত্য জেলা সমূহের জন্য হেডম্যান, কার্বারীদের কার্যবলী সংকলন পার্বত্য অঞ্চলের নাগরিক সুবিধা ভূমি সমস্যা সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গে উল্লেখিত বিষয়ে বক্তরা সমালোচনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন