রামগড়ে ৬টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

jorimana-320130831212217
উপজেলা প্রতিনিধি, রামগড়:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পৌর এলাকার ৪টি ও উপজেলার হাফছড়ি ইউনিয়নে ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে কাঠ পোড়ানো নিষিদ্ধ ও কৃষি জমি, পাহাড় বা টিলা থেকে ইট তৈরীর জন্য মাটি কাটাসহ অবৈধ চিমনী ব্যবহারে অভিযোগে  বন ও পরিবেশ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সংরক্ষিত এলাকায় ইট পেড়ানো (নিয়ন্ত্রন) আইন (১৯৮৯) এর ৫/৭ ধারা আইনে রামগড় পৌর এলাকায় ২৩ ডিসেম্বর মেসার্স শহীদ ব্রিক ৫০ হাজার টাকা, ২২ জানুয়ারী নুরইসলাম ব্রিক ও নুরনবী ব্রিক ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা, ২৬ জানুয়ারী মেসার্স হাজেরা ব্রিক ৫০ হাজার টাকা এবং ৩০ জানুয়ারী ৩নং হাফছড়ি এলাকায় স্থাপিত ফোর ষ্টার ও মেসার্স শহীদ ব্রিক কে ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা জরিমানা সহ ৪টি চিমনী ভেঙ্গে দেয়া হয়েছে। এনিয়ে উপজেলার ৬টি ইটভাটায় ৩লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন । পরিচালনাকালে রামগড় থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন