রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন সুরের নৌকা


কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীর দুই তীরে হাজারো মানুষের মারো মারো ধ্বনি আর নাচে-গানে উৎসব আমেজে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে অফিসেরচর সুরের নৌকা নৌ দল। রানার্স আপ হয়েছে অফিসেরচর কৃষক ক্লাব নৌ দল। প্রতিযোগিতায় অফিসেরচর সুরের নৌকা নৌ দলের সুমন সেরা খেলোয়াড় (বেত ধারক) এবং অফিসেরচর কৃষক দলের নৌ দলের আবদুর রহিম বাবুল সেরা খেলোয়াড় (দারি)-এর পুরস্কার পান।
রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের উদ্যোগে শুক্রবার, ১৯ সেপ্টেম্বর বাঁকখালী নদীতে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫। অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দুুর হতে দূরদূরান্তের হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে নদীর দুই তীর। জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হয়।
নৌকা বাইচের আয়োজক অফিসেরচরবাসীর সমন্বয়কারী ও ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জালাল উদ্দিন রনি জানান- অফিসেরচর গ্রামের আটটি নৌ দল এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ৮টি দলের মধ্যে প্রথম রাইন্ড, সেমি ফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারনসহ মোট ১৫ ফাঁড়ি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পরিচালনায় ছিলেন- রেফারি ওমর ফারুক মাসুম।
খেলা শেষে বিজয়ীদের ট্রপি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ চৌধুরী মাহিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ শাহেদ, ফাহিম তাজওয়ার, জামাল উদ্দিন কোম্পানী, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহজাহান কোম্পানী,
কক্সবাজার জেলা তাঁতীদলের সভাপতি ডা. নাসির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মনছুরুল হক, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কক্সবাজার জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মীর্জা নুরুল আবছার, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সদস্য আতিকুল হক,
নৌকা বাইচ আয়োজকদের পক্ষে এডভোকেট জালাল উদ্দিন রনি, সোহেল রানা, বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদ উদ্দিন বাবুল, মোহাইমিন আহমেদ মানাম, ফাওয়াজ মোহাম্মদ রিমন, আমির হামজা, তাওহীদ কাদের মুরাদ. মুহাম্মদ স্বপন, তাছিন, সুমন, নুর হোছাইন, শহীদুল্লাহ, আজিম, কাজল, শিক্ষক ইয়াছিন আরাফাত, তানিম, আবদুর রহিম বাবুল, কলিম উল্লাহ প্রমূখ।
সফলভাবে ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের ধন্যবাদ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।