রামুতে সহোদর দুই শিশুকে হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন


কক্সবাজার রামু’র গর্জনিয়ায় অপহরণের পর সহোদর দুই শিশুকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৫ জনের মৃত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল গণি এই রায় ঘোষণা করেন।
জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকালে রামুর গর্জনিয়াতে মোহাম্মদ ফোরকানের ছেলে সহোদর দুই শিশু মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮) কে অপহরণ করে আসামিরা।
পরে তাদের পারিবারের কাছে ফোনে চার লাখ টাকা মুক্তিপণের দাবি করা হয়।এরপর দুই শিশুর পরিবার আসামিদের দাবিকৃত মুক্তিপণ না দিয়ে পুলিশকে খবর দিলে আসামী ওই দুই শিশুকে হত্যা করে গর্জনিয়া খালে মরদেহ ভাসিয়ে দিলে ৩ দিন পর ২০১৬ সালের ২০ জানুয়ারি তাদের মরদেহ উদ্ধার হয়।
এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশু দের পিতা মোহাম্মদ ফোরকান বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাদী ও কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দু শুক্কুর,আলমগীর হোসেন (প্রকাশ বুলু),মিজানুর রহমান,মো: শহীদুল্লাহ। একি সাথে তাদের ২০ হাজার টাকা অর্থ দন্ডও দেওয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন,আবদুল মজিদ,ফাতেমা খাতুন,রাশেদা,লায়লা বেগম।

















