রুমায় বাবা ও ৪‌ ছে‌লে হত্যা, গ্রেফতার ২২ জন‌ কারাগা‌রে

fec-image

বান্দরবা‌নের রুমার গ‌্যালেংগ‌ার আবু পাড়ায় বাবা ও ৪ ছে‌লে‌কে কু‌পি‌য়ে হত‌্যার ঘটনায় গ্রেফতার হওয়া ২২ জন পাড়াবাসী‌কে কারাগা‌রে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় আসামীদের জবানব‌ন্দির ‌ভি‌ত্তি‌তে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের বিচারক মো. নূ্রুল হক তা‌দের কারাগা‌রে প্রেরণ করার নি‌র্দেশ দেন।

তারা হ‌লেন, মৃত আবু আরং ম্রোর ছে‌লে রুইতু ম্রো (৫০), রুইতু ম্রোর ছে‌লে ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), নিয়াকক ম্রোর ছে‌লে ক্রংপং ম্রো (৩৮), মেনকং ম্রোর ছে‌লে পা‌সিং ম্রো (২২), রুই‌তু ম্রোর ছে‌লে ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), ‌থনলক ম্রোর ছে‌লে রিংয়ং ম্রো (৩৫), মেনকং ম্রোর ছে‌লে ইজাং ম্রো (২৭), সাখকয় ম্রোর ছে‌লে থনলক ম্রো (৩৫), সাকখয় ম্রোর ছে‌লে পা‌লে ম্রো (২৫), লং‌ঙি ম্রোর ছে‌লে ক্লাংসাই ম্রো (২০), ‌মেনকং ম্রোর ছে‌লে মেন‌প্রে ম্রো (২০), থনলক ম্রোর ছে‌লে খং‌প্রে ম্রো, থনলক ম্রোর ছে‌লে কাইং প্রে ম্রো (১৮), ক্রাতপুং ম্রোর ছে‌লে মেনরাও ম্রো (২২), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়া ম্রো (২৬), কামপাও ম্রোর ছে‌লে খনতন ম্রো (৪১), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়ং ম্রো (২৪), সাকখয় ম্রোর ছে‌লে চাংরাও ম্রো (৩১), নিয়াকক ম্রোর ছে‌লে থংওয়াই ম্রো (২৪) ও লং‌ঙি ম্রোর ছে‌লে মেনপং ম্রো (৩৭)। তারা সবাই রুমার গ‌্যা‌লেংগা ইউ‌নিয়‌নের পান্তলা মৌজার আবু পাড়ার বা‌সিন্দা।

আসামীদের এক স্বজন চং হাই ম্রো জানায়, নিহত পাড়া প্রধান ও তার পরিবারের সাথে পাড়াবাসীদের মধ্যে জমি ও জুম চাষ নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চল‌ছে। এ বিবা‌দের কার‌ণে পাড়া প্রধান কালো যাদু ( তাবিজ, কা‌লো যাদু, টোনা, মাইন্দ্রা, তান্ত্রিক) করে পাড়ার কয়েক জনকে অসুস্থ‌্য ক‌রে‌ছে। এছাড়া ক‌য়েকজন‌কে মে‌রে ফেলার অভি‌যোগও র‌য়ে‌ছে। এতে পাড়াবাসীরা ক্ষিপ্ত হ‌য়ে সৃ‌ষ্টিকর্তার নি‌র্দেশে তা‌দের হত‌্যা ক‌রে‌ছে।

এ বিষ‌য়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম জানান, মূলত কুসংস্কার থে‌কে পাড়াবাসীরা ৫ জন‌কে হত‌্যা ক‌রে‌ছে। এ ঘটনায় অজ্ঞাত ৬ জনসহ ২৮ জন‌কে আসামি ক‌রে এক‌টি হত‌্যা মামলা হ‌য়ে‌ছে। হত‌্যাকা‌ণ্ডে জ‌ড়িত থাকায় ২২ জন‌কে গ্রেফতার ক‌রে আদাল‌তে নেয়ার পর তা‌দের কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলেও জানান তি‌নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন