লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান

fec-image

রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ এর নেতৃত্বে দুর্নীতির অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ( ২৮ অক্টোবর) সকাল দশটায় রাঙ্গামাটি দুুর্নীতি দমন কমিশনের দুই সদস্য বিশিষ্ট সদস্যর নেতৃত্বে হাসপাতালে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

দুদকের অভিযানে বিশাল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। সকাল নয়টায় হাসপাতলে প্রবেশ করেন দুদকের টিম। এসময় দায়িত্বরত ডাক্তার সহ স্টাফরাও কেউই হসপিটালে ছিলেন না।

এছাড়াও উপস্থিত ছিলেন না হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু। তার বিষয়ে যথাযত কোন উত্তর দিতে পারেননি সিভিল সার্জন।

হাসপাতলের খাবারের মান নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তাছাড়া হাসপাতালের পরিবেশ, ওষুধ পত্রেরও কোন শৃঙ্খলা নেই।

এবিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল নয়টায় হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা পাই। কোন কিছুর সাথে কোন কিছুর মিল পাওয়া যায়নি। এমনকি সরকারী বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করে ফেলছে। নতুন ৫০ শয্যা হাসপাতাল ভবনের বড়বড় ফটল । এখানের অবস্থা ও পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। ৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম এখনো শুরু না হওয়ায় হতাশা ব্যক্ত করে তিনি জানান,দ্রুত এসকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুদক, রাঙামাটি, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন