লিটনের হাফ সেঞ্চুরি, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

fec-image

সমালোচনা তাকে ঘিরে ধরেছিল চারপাশে। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ব্যর্থতায় দল থেকে বাদও পড়েছেন। কিন্তু টেস্টে নিজের চেনা ছন্দেই আছেন এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পেয়েছেন হাফ সেঞ্চুরি। ফিরেছেন রানে। তার সঙ্গে সমান তালে রান ‍তুলছেন মুশফিকুর রহিমও।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম সেশনেই হারিয়েছে চার উইকেট। তবে এরপর থেকেই দলের হাল ধরেছেন লিটন ও মুশফিক।

হাসান আলির বলে এলবিডব্লিউ হয়ে সাদমান ইসলাম ও শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাইফ হাসান। তিন নম্বরে খেলতে নামা নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন। ফাহিম আশরাফের বলে সাজিদ খানের হাতে ক্যাচ দেন তিনি। এই তিন ব্যাটসম্যানই করেন ১৪ রান।

এর আগে বাংলাদেশের তিন টপ অর্ডার ব্যাটসম্যান কখনো সমান রানে আউট হননি। এমন ঘটনা ঘটল এই প্রথম। অধিনায়ক মুমিনুল হকও ফেরেন দ্রুতই। এরপর দলের হাল ধরেছেন লিটন ও মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে বাংলাদেশ। লিটন ৫৬ ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৪৩ রান করে। ফিফটি হাঁকানোর পথে ৬ চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন লিটন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন