শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল


জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার সর্বস্তরের ছাত্র জনতা’র আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর পৌর ঈদগাহ মাঠ থেকে ছাত্র–জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভকারীরা। পরে মুক্তমঞ্চে এসে জোড়ালো কন্ঠে বিক্ষোভ সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখে ছাত্র প্রতিনিধি মোঃ রাকিব মনি ইফতি,ছাত্র যোদ্ধা হারিচুর রহমান রনি ও শাহনেওয়াজ।
এসময় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমাতে এ হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মিছিলে বিভিন্ন শিক্ষার্থী, তরুণ কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন
















