শাহজালাল বিমানবন্দরের প্রবেশপথে ককটেল বিস্ফোরণ


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ককটেল বিস্ফোরণে এক আনসার সদস্য আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে বিমানবন্দর গোল চত্বরসংলগ্ন মূল গেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত আনসার সদস্য মোহাম্মদ মুজাহিদ জানান, তিনি দায়িত্ব পালনকালে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। আমি এখানে দাঁড়িয়ে গাড়ি তাড়াচ্ছিলাম। হঠাৎ একটা ককটেল পায়ের পাশে ঠাস করে ব্লাস্ট হয়েছে। আমার হাত-পা স্তব্ধ হয়ে গেছে। ডান পায়ে কোনো জোর পাচ্ছি না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি উড়াল সেতুর ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। সেটি মূল গেটে কর্তব্যরত আনসার সদস্যদের ছাউনির সামনে এসে বিস্ফোরিত হয়।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের এপিসি চন্দ্র শেখর মণ্ডল বলেন, আমরা মূল গেটে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমাদের একজন সদস্য আহত হন।
এ ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
















