parbattanews

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ আবদুল মতিন

‘শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে জন্য’ সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ২০২১’পেলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব্)।

গতকাল সোমবার (৮নভেম্বর) এ পুরস্কার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনস্টিটিউটে পৌঁছে দেয়া হয়েছে। সাইথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম চেয়ারম্যান শাহ আলম চুনু ও মহাসচিব এম, এইচ আরমান চৌধুরী এ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ও স্বাক্ষরিত সনদ প্রদান করেছে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব্) বলেন, ইতি পূর্বেও আরোও কিছু পুরস্কার ও এ্যাওয়ার্ড পেয়েছি। এ প্রাপ্য আমার একার নয় ইনস্টিটিউট তথা রাঙ্গামাটি জেলার কাপ্তাইবাসীর সকলের পাপ্য।সকলের নিকট দোয়া চাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা কার্যক্রমে সামনে এগিয়ে নিতে পারি।

Exit mobile version