শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ আবদুল মতিন

fec-image

‘শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে জন্য’ সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ২০২১’পেলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব্)।

গতকাল সোমবার (৮নভেম্বর) এ পুরস্কার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনস্টিটিউটে পৌঁছে দেয়া হয়েছে। সাইথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম চেয়ারম্যান শাহ আলম চুনু ও মহাসচিব এম, এইচ আরমান চৌধুরী এ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ও স্বাক্ষরিত সনদ প্রদান করেছে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব্) বলেন, ইতি পূর্বেও আরোও কিছু পুরস্কার ও এ্যাওয়ার্ড পেয়েছি। এ প্রাপ্য আমার একার নয় ইনস্টিটিউট তথা রাঙ্গামাটি জেলার কাপ্তাইবাসীর সকলের পাপ্য।সকলের নিকট দোয়া চাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা কার্যক্রমে সামনে এগিয়ে নিতে পারি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন