বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের টুংগীপাড়া সফরে নেওয়া হবে

fec-image

বান্দরবানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের টুংগীপাড়া সফরে নেওয়া হবে বলে জানান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

বুধবার (৫ ফেব্রুয়ারি)  দুপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান জেলা গণগ্রন্থাগার প্রাঙ্গণে এসে শেষ হয়।

পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা এর সভাপতিত্বে গ্রন্থাগার দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাশৈথুই চাকসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ভ্রমণে নিয়ে যাওয়া হবে।

এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন