লুটপাট ও অপহরণের চেষ্টা

সাজেকে বনবিভাগের কার্যালয়ে ইউপিডিএফের হামলায় বনরক্ষী আহত

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বনবিভাগের কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় আশরাফুল আলম নামে এক বনরক্ষি মারাত্মকভাবে আহত হয়েছে। এ ছাড়া বনবিভাগের কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা এবং মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সাজেকের মাচালং একুইজ্জাছড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে উঠা অবৈধ স্থাপনা বনবিভাগের জায়গা থেকে উচ্ছেদ করতে গেলে ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে সংঘবদ্ধভাবে লাঠি সোঠা নিয়ে বনবিভাগের কর্মীদের ওপর আক্রমণ করে ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের নারী কর্মীরা।

পরে তারা মাচালং বাজারে বনবিভাগের কার্যালয়ে আক্রমণ করে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় আশরাফুল আলম নামে এক বনরক্ষিকে অপহরণ করার চেষ্টা করে ইউপিডিএফ সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ইউপিডিএফের অপহরণের হাত থেকে বনরক্ষি আশরাফুল আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের নারী সন্ত্রাসীরা পরে গাছ কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাজেক সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায়। এতে সাজেকে বেড়াতে আসা শতশত পর্যটক ও সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার মেয়ের বিয়েতে আসা অতিথিরা আটকে পড়েন। সংবাদ পেয়ে সেনাবাহিনী সড়কের গাছ সড়াতে গেলে হিল উইমেন্স ফেডারেশনের নারী কর্মীরা সেনাবাহিনীর সাথে চরমভাবে অনাকাঙ্ক্ষিত ব্যবহার করে উসকানি দিতে থাকে। ইউপিডিএফ পরিচালিত সিএইচটি নিউজসহ বিভিন্ন আইডি ব্যবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট অপকাণ্ড ছড়িয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে। সেনাবাহিনী শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি শিকার করে বলেন, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এখানে বহিরাগত লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে, মামলা হলে প্রশাসন আইনগত পদক্ষেপ নিবে।

সাজেক বন বিভাগের কর্মকর্তারা জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বনের জমিতে ইউপিডিএফ স্কুলের নামে জমি দখল করে স্থাপনা তৈরি করছে। বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করেছে বহুবার। বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হলেও ইউপিডিএফ বনের জমিতে জোরপূর্বক অবৈধ স্থাপনা তৈরি করছে। আজ বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায় এবং কার্যালয় ভাংচুর করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাজেক থানার ওসি জানান, মামলা হলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, সাজেক. বনবিভাগ, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন