সাজেকে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি দীপংকর 

fec-image

বর্তমান বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদে ঘরে থাকাতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন রাঙামাটি জেলার নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার।

রবিবার(৩ মে) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গম গ্রাম উদয়পুর, বেটলিং, থাংনাং এলকার ১৬০ পরিবারের মাঝে সাজেকের ৯নং পাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরুপ ২০কেজি চাল‘সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা সাংসদ এমপি বাসন্তী চাকমা, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংকুয়া বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক গিয়াস উদ্দিন, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, সাজেক আওয়ামী লীগের সভাপতি গরেন্দ্র ত্রিপুরা, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. জুয়েল‘সহ প্রমুখ

অপরদিকে সাজেকে হাম আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন দীপংকর তালুকদার এমপি, বাসন্তী চাকমা এমপি, জেলাপরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, রাঙ্গামাটি, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন