সমুদ্রে থেকে

সেন্টমার্টিনে ১ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

fec-image

টেকনাফের সেন্টমার্টিন সমুদ্রে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক পাচারকারী আটক করেছে কোস্টগার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) ভোরে ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকায় একটি সন্দেহজনক কাঠের ট্রলার তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ট্রলার ও ইয়াবাসহ আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন