হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ

fec-image

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ (শুক্রবার) সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

অন্যদিকে, গেল বছর ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতার প্রতিশোধ নিতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হারে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় টাইগাররা।

একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। ১৪ রানে হেরে সিরিজ হারতে হয় লিটন দাসের দলকে।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান। জবাবে ওপেনার তানজিদ হাসানের হাফসেঞ্চুরিতে এক পর্যায়ে জয়ের লড়াইয়ে ছিল বাংলাদেশ। ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছিল টাইগাররা। জয়ের জন্য শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৩ রান।

কিন্তু শেষ মুহূর্তে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ—শেষ ৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে হারে ম্যাচ ও সিরিজ।

২০২৪ সালের ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতেই সিরিজ জয়ের পর আজ হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে মাঠে নামবে ক্যারিবীয়রা।

এ পর্যন্ত টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজের জয় ১১টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

দুই দলের আজকের সম্ভাব্য একাদশঃ

বাংলাদেশ দলঃ লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দলঃ শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়েস্ট ইন্ডিজ, টি-টোয়েন্টি ক্রিকেট, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন