Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

৩ জেলায় হরতাল সফল করায় পার্বত্যবাসীকে অভিনন্দন

09898

প্রেস বিজ্ঞপ্তি:

পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকা আজকের হরতালকে সফল করায় সকল পর্যায়ের নেতা কর্মী, ছাত্রজনতা, মিডিয়া কর্মী, সাধারণ জনগণ, পরিবহন শ্রমিক এবং প্রশাসনের সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে সংবাদ মাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী  ছাত্র পরিষদ’র উপদেষ্টা কমিটির সভাপতি ইঞ্জি. আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য বাঙ্গালী  ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি মো. শাব্বির আহম্মদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান খান।

বক্তারা অবিলম্বে ঘোষিত দাবি বাস্তবায়ন জন্য যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা না হলে আগামীতে পার্বত্য নাগরিক পরিষদে ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সর্বস্তরের নির্যাতিত বাঙ্গালীদেরকে নিয়ে কঠোর আন্দোলনে গড়ে তোলা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সেনাবাহিনী-বিচ্ছিন্নতাবাদীদের দমনে, চাঁদাবাজি, অপহরণ, গুম ধর্ষণ,অবৈধ অস্র উদ্ধার এবং পুরো পার্বত্য ৩ জেলায় সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য। তাই আমাদের দাবি সেনা ক্যাম্প প্রত্যাহার না করে পূনঃস্থাপন করুন। পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতাল, সফল ও শান্তিপূর্ণভাবে পালিত হওয়ার মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে পার্ববত্যবাসী সেনাবাহিনী প্রত্যাহারের বিপক্ষে ।

বৃহস্পতিবার এ হরতাল চলাকালে পার্বত্য এলাকার জেলা ও উপজেলায় এবং পৌর শহরে পার্বত্য বাঙ্গালী ছাত্র এবং নাগরিক পরিষদের নেতাকর্মীরা খণ্ড খণ্ড ভাবে খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, রাঙ্গামাটিসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বের করে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটার সক্রিয় ছিল। হরতাল চলাকালে পাহাড়ের সকল স্থানে দোকানপাট ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল এবং কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন