মানিকছড়িতে শান্তি পরিবহন-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ঞোহ্লা মারমাসহ আহত ৫


খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত মুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৫ জন আহত হয়েছে। যার মধ্যে ৪ জনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এবং অপরজন সিএনজি চালক গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন মানিকছড়ির কুমারী এলাকার ঞোহ্লা মারমা (৩২), ফটিকছড়ির উত্তর দূরং এলাকার জারিয়া বেগম (৬৮), দীঘিনালার কবাখালী এলাকার পারুল আক্তার (৭২) ও রোকেয়া বেগম (৪৫) এবং সিএনজি চালক ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা মো. ছাব্বির হোসেন (৪২)।
ঘটনার পর শান্তি পরিবহনের বাসটি চট্টগ্রামের দিকে পালিয়ে গেলেও সিএনজিটি মানিকছড়ি থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং এই ঘটনার আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখো মাহমুদুল হাসান রুবেল।