ভারতীয়কে পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টা বিএসএফের

fec-image

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় রফিকুল মোল্লা নামে স্থানীয় এক কৃষককে তুলে নেওয়ার পর বেধড়ক পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টার অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন সদস্যের বিরুদ্ধে।

এমনিতেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে ভয়-ভীতি বিরাজ করছে মানুষের মাঝে। এর মধ্যে বিএসএফের এমন আচরণ তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে সীমান্ত এলাকায়। ইতোমধ্যে এ ঘটনায় মামলাও দায়ের হয়েছে স্থানীয় চাপড়া থানায়।

রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার (১ নভেম্বর) সকালে হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রফিকুল। ওই এলাকাতেই তার বাড়ি তিনি একজন কৃষক।

ভুক্তভোগী ব্যক্তি বলেন, চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ সেখানে কয়েক জন বিএসএফ সদস্য এসে হাজির হন। আমাকে জোর করে তুলে নিয়ে যান। একটি জায়গায় অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয় আমাকে।

ওই কৃষকের আরও অভিযোগ, তাকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করতে থাকেন বিএসএফের সদস্যরা। তাকে দিয়ে স্বীকার করাতে চান যে তিনি ও পার থেকে অনুপ্রবেশ করেছেন। কিন্তু, রফিকুল তা মানতে না চাওয়ায় চলে মারধর। এমনকি পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে তাকে।

রফিকুল মোল্লা নামে আহত ওই কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে, ওই অভিযোগ নিয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

ডিএসপি শিল্পী পাল বলেন, বিএসএফের কোম্পানি কমান্ডার এবং এক কর্মীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ পেয়েছি। কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু, তিনি এখন আসামে আছেন। আমাদের তদন্ত চলছে।

 

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পশ্চিমবঙ্গ, বিএসএফ, ভারতীয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন